দুই শতাধিক চোরাই মোবাইলসহ ১০ চোর ধরা কোতোয়ালীতে

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মোবাইল চোর চক্রের ১০ সদস্যকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩), মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫) মো. উজ্জল (২২) ও মো. মাসুদ (২০)।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা খবর পাই মোবাইল চোরের একটি সিন্ডিকেটরেলওয়ে স্টেশন এলাকার ৭ নম্বর বাস কাউন্টারের সামনে চোরাই মোবাইল কেনা-বেচা করছে। সে তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।’

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!