দুই মেয়রের পদত্যাগের দাবিতে রাঙামাটিতে আন্দোলন

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের পদত্যাগ দাবিতে পৃথক আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৮ আগস্ট) স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা দখল করে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করার দায়ে রাঙামাটির দুই পৌর মেয়রের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে বেঁধে সময় শেষ হওয়ার পরও পদত্যাগ না করায় অবিলম্বে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেনের পদত্যাগের দাবিতে রোববার দুপুর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী স্থানীয় ছাত্র-জনতা।

কর্মসূচিতে ছাত্র-জনতা জানায়, রাঙামাটি পৌরসভা মেয়র পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

বিক্ষোভকারীরা মেয়র আকবরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগও করেন।

অন্যদিকে জেলার অপর পৌরসভা বাঘাইছড়ির মেয়র জমির হোসেনকে পদত্যাগের জন্য দেওয়া ৭২ ঘণ্টার সময় শেষ হওয়ায় রোববার সকাল থেকে পৌরসভার কার্যালয় চত্বরে বিক্ষোভ করতে থাকেন সাধারণ ছাত্র-জনতা ও পৌর এলাকার জনসাধারণ।

এ সময় সমাবেশ থেকে বক্তব্য দেন মো. মোস্তফা, সেলিম জাবেদ, মো. নাছির, মো. আবু জাহেদ, মো. হারুনুর রশিদ, সানজিদা আক্তার। পরে ১১ দফা দাবিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিনা আক্তারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm