চট্টগ্রামের মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক মৎস্য শ্রমিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় মুহুরী প্রজেক্ট এলাকার সেলিম কন্ডাক্টারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম নাছির মোল্লা (৩১)। তিনি বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালতলী এলাকার জামাল মোল্লা বাড়ির জামালের ছেলে।
নাছিরের সহকর্মী জালাল তালুকদার বলেন, চট্টগ্রামের এক গার্মেন্টস কর্মীর সাথে নাছিরের দীর্ঘদিন সম্পর্ক রয়েছে। তার আগের দুটি বউয়ের কথা অস্বীকার করে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলে নাছির। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি মেয়েটিকে বিয়ে করার কথা ছিল তার।
কিন্তু মেয়েটি আগের দুই বউয়ের জেনে যাওয়ার পর তাকে বিয়ে করবে না বলে যোগাযোগ বন্ধ করে দেয়। এই নিয়ে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তাদের মধ্যে ঝগড়া হয়।
সেই অভিমানে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। এছাড়াও একমাস আগে পারিবারিভাবে বিয়ে করা স্ত্রীকেও তালাক দেন নাছির।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং আজ সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শরীরের আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।
কেএস