দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ জরিমানা

অপরিশোধিত বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি

0

নগরীর সিইপিজেড এলাকার ডাফ চিটাগাং এক্সেসরিজ লিমিটেড নামক ডাইং কারখানা কর্তৃপক্ষকে ৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় এ জরিমানা করা হয়।

একই কারণে নাছিরাবাদের এক্সপোর্ট প্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

s alam president – mobile

জরিমানার বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দুই প্রতিষ্ঠানকে শুনানিতে হাজিরার জন্য নোটিশ দেয়া হয়। মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত তরল বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করায় আজকে শুনানি শেষে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করার জন্য বলা হয়েছে।

এসআর/এসএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!