দুই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নওফেল-রেজাউলের শোক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কমিশনার এমএ রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এমএ রশিদ স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোট বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলন-সংগ্রামের অগ্র সৈনিক ছিলেন। তিনি একজন সুদক্ষ সংগঠক হিসেবে দলের দুঃসময়ে কর্মীদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগ একজন দক্ষ ও পরীক্ষিত নেতাকে হারালো।’

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

অন্যদিকে, আরেক শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কঠিন সময়েও এম এ রশিদ ও আব্দুর রহমান নিজেদের সর্বোচ্চ দিয়ে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। এম এ রশিদ ও আব্দুর রহমানকে হারিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ পরিবার আজ শোকাহত।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm