দুঃসময়ে দুর্নীতি করলে ছাড় দেব না- প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মোকাবেলায় হতদরিদ্র মানুষের পাশে জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশের দুঃসময়ে দুর্নীতি থেকে বিরত থাকার নির্দেশ দেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে গণভবন থেকে অংশ নেয়া এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নিজ নিজ এলাকার প্রতিনিধিরা তার এলাকার হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। সরকারী ত্রাণ বিতরণে কোন অনিয়ম বা দেশের দুঃসময়ের সুযোগ নিয়ে কেউ যেন কেউ দুর্নীতি না করে সেদিকে নজর রাখতে হবে। এ সময় কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হলে ছাড়া দেব না।’

এ সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা এ কনফারেন্সে যুক্ত ছিলেন।


আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!