দিনেদুপুরে পাঁচলাইশে বিত্তশালীর বাড়ি ডাকাতি, জিম্মি মালিক রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার

বাড়ির মালিক আবুল খায়েরের মেয়ের জামাই

দিনেদুপুরে বিত্তশালী মালিককে জিম্মি করে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হলেও রুদ্ধশ্বাস অভিযানে পুলিশ সেটা ভণ্ডুল করে দিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক ছুরির আঘাতে আহত হয়েছেন। ডাকাতসন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পাঁচলাইশ ১ নম্বর সড়কে আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের পাশের ভবনে ডাকাতির এই ঘটনা ঘটেছে।

ছয়তলা ওই বাড়ির মালিক মোহাম্মদ লোকমান আবুল খায়ের গ্রুপের কর্ণধার আবুল খায়েরের মেয়ের জামাই। তিনি পরিবারসহ দ্বিতীয় তলায় থাকেন। মোহাম্মদ লোকমান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। ৫ আগস্ট গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর ওই মাসের শেষের দিকে মোহাম্মদ লোকমানকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ডাকাতদল সকাল ১১টার দিকে বাসার ভেতরের বাথরুমে বাড়ির মালিক মোহাম্মদ লোকমানকে জিম্মি করে রাখে। ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে বেলা দুইটার দিকে পুলিশ, র‍‍্যাব ও সেনাসদস্যদের যৌথ একটি দল ভবনটিতে ঢোকে।

সংক্ষিপ্ত এক অভিযানে এ সময় তারা বাড়ির মালিক লোকমানকে উদ্ধারের পাশাপাশি বায়েজিদ নামে এক ডাকাতকেও আটক করে। তবে এর আগে বাড়ির মালিককে ছুরি দিয়ে আঘাত করে ডাকাতরা। উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় আকাশ নামে আরও ডাকাতকে আশেপাশের লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক দুজনই ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

বেলা আড়াইটায় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, ‘যারা ডাকাতিতে অংশ নিয়েছে, তারা ওই বাসাতেই কাজ করতো। অভিযানে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় আরও এক ডাকাতকে আটক করা হয়েছে।’

অভিযান চলাকালে পুলিশ গুলি করেছে— এ কথা উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘ভিকটিমকে হোস্টেজ করে রাখছিল। তখন ভিকটিমকে উদ্ধার ও ডাকাতকে গ্রেপ্তার করার জন্য আমরা গুলি করেছি।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm