দিনমজুরের সাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী ধরা বায়েজিদে

চট্টগ্রামে এবার পুলিশের অভিযানে ধরা পড়লো ছিনতাই চক্রের দুই সদস্য। এক দিনমজুরের বাইসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়েছে তারা। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত কিরিচ ও ছিনতাই হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা হয়।

বুধবার (২৬ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বার্মা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দু’জন হলেন বায়েজিদ থানাধীন বার্মা কলোনির মো. সাজ্জাদ হোসেন টিংকু ও সারমন স্কুল এলাকার কাউছার আহাম্মেদ।

পুলিশ জানায়, ২৫ জুন মো. বাবু নামের এক দিনমজুরের বাইসাইকেল ও পকেটে থাকা একহাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় তিনজন দুর্বৃত্ত। পরে তিনি থানায় অভিযোগ করলে গোপন তথ্যের ভিত্তিতে বার্মা কলোনি এলাকা থেকে সাজ্জাদ ও কাউছারকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মঙ্গলবার বাবু নামের এক দিনমজুরের পত অবরোধ করে তার ব্যবহৃত সাইকেল ও সঙ্গে থাকা ১০০০ টাকা ছিনতাই হয়। তিনি অভিযোগ দায়ের করার পর অভিযান পরিচালনা করে বার্মা কলোনি এলাকা থেকে দু’জনকে আটক করা হয়।

তিনি বলেন, তাদের সঙ্গে থাকা আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা রয়েছে।  পাঁচলাইশ থানায়ও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

এএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm