s alam cement
আক্রান্ত
৩২৭৩৮
সুস্থ
৩০৫৪৬
মৃত্যু
৩৬৯

দিঘীনালায় দুর্বৃত্তের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত

0

খাগড়াছড়ি দিঘীনালার বানছড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসিত) দলের দুই সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহেল চাকমা সুদীপ ওরফে ভোগান্তি চাকমা (৩৮) ও এনজেল চাকমা ওরফে বাবু চাকমা (৩৭)।

পুলিশের একটি দল লাশ উদ্ধারে রওনা হয়েছে বলে জানান দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

Din Mohammed Convention Hall

এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত) দল তাদের প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। এদিকে গণতান্ত্রিক ইউপিডিএফের এক নেতাকে ফোন করা হলে তিনি এ হত্যার এ দায় নিতে অস্বীকার করেছেন।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm