দামপাড়ায় বিআরটিএর অভিযানে ২০ যানবাহনকে জরিমানা

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্যাম্যমাণ আদালত। সোমবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ যানবাহনকে ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত-১২ নগরীর দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বাস কর্তৃক যাত্রী ওঠানামা করানো, বাসের ছাদের উপর যাত্রী পরিবহন, গাড়িতে নিষিদ্ধ বাম্পার ও এঙ্গেল সংযোজনসহ নানা কারণে ২০ পরিবহনকে মোট ৫৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা ছাড়া একটি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।

এ সময় একটি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়।

বিআরটিএর সূত্র জানিয়েছে, কোরবানি উপলক্ষে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ রোধ ও বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!