পটিয়ায় দাফনের আড়াই মাস পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে জোবায়েত হোসেন নামের এক শিশুর লাশ।
বুধবার (৬ মে) সকালে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে পটিয়া থানা পুলিশ।
আদালতের নির্দেশে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল জসিম এবং পটিয়া থানার উপ-পরির্শদক বোরহান উদ্দিনের উপস্থিতিতে লাশ তোলা হয়।
মামলা সূত্রে জানা যায়, ৭ বছর বয়সী জোবায়েত আজিমপুর গ্রামের রিক্সাচালক ফারুকের একমাত্র ছেলে। গত ২২ ফেব্রুয়ারী শিশু জোবায়েতকে তার মা দুপুরের ভাত খাওয়ার জন্য খোঁজাখুঁজি করলে খবর পাওয়া যায় জোবায়েতকে কেউ ধাক্কা দিয়ে স্থানীয় একটি কুয়ায় ফেলে দিয়েছে। স্থানীয়রা কুয়া থেকে শিশু জোবায়েতের নিথর দেহ উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জোবায়েদকে মৃত ঘোষণা করে।
ওই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। একইদিন নিহতের বাবা ফারুক হত্যা মামলা দায়ের করতে গেলে পটিয়া থানা মামলা নিতে অস্বীকার করে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ মার্চ পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন নিহত শিশুর পিতা।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, শিশু জোবায়েতের বাবার মামলার পর আদালতের নির্দেশে লাশ কবর থেকে লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে ওই শিশুর মৃত্যুর রহস্য জানা যাবে।
এসএস