‘দাপটে’ যুবলীগ নেতা, আড়ালে ইয়াবা ব্যবসা

দাপিয়ে বেড়ানো যুবলীগ নেতা এবার পুলিশের হাতে ধরা ইয়াবা নিয়ে। আনোয়ারায় উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যও তিনি। দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত থাকলেও মূলতই যুবলীগ নেতার দাপটেই পুলিশের চোখ ফাঁকি দেন তিনি।

১৪শ ইয়াবা সহ গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মোহাম্মদ ইউছুপ। বাড়ি আনোয়ার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়া পাড়া। তবে তাকে নগরীর চকবাজার চকসুপার মার্কেটের সামনে থেকেই ইয়াবা বিক্রি সময় গ্রেপ্তার করেছে পুলিশ। গণমাধ্যমকর্মীদের বিষয়টি না জানাতে চেষ্টাও করছে চকবাজার থানা পুলিশ। শেষমেশ এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ইউসুফের বিরুদ্ধে আগেরও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ইউসুফ একটি সিন্ডিকেট করে ইয়াবার ব্যবসা করতো বলেও অভিযোগ রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm