দাঁতে কামড়ে রাখা কৈ গলায় আটকে চন্দনাইশে একজনের মৃত্যু

হাতড়ে মাছ ধরতে পুকুরে নেমেছিলেন ৫১ বছর বয়সী তৌফিক মো. ওসমানী। একটি কৈ মাছ ধরে দাঁতে কামড়ে আটকে নিয়েছেন আরেকটি মাছ ধরতে ডুব দেবেন বলে। ডুব দিয়েছেনও তিনি। কিন্তু এমন সময় দাঁতে কামড়ে ধরা কৈ মাছ চলে যায় তার গলায়। এতেই অজ্ঞান হন তৌফিক। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে চন্দনাইশ থানার পশ্চিম বাইনজুরীর হাজী বাড়িতে। তৌফিক মোহাম্মদ ওসমানী ওই বাড়ির ওসমান গনির ছেলে।

জানা যায়, প্রতিবেশীর পুকুরে হাতড়ে মাছ ধরতে নেমেছিলেন তৌফিক। এ সময় একটি কৈ মাছ ধরেন তিনি। সেটি দাঁতে কামড়ে ধরে আবার মাছ ধরতে ডুব দেন তিনি। এ সময় মুখের মাছটি গলায় আটকে যায়। এ সময় তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গলায় কৈ মাছ আটকানো অবস্থায় তৌফিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় তিনি অজ্ঞান ছিলেন। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!