দশ বছরের শিশুসহ করোনায় একদিনেই মারা গেলেন ১৯ জন
২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যাও সর্বোচ্চ
দেশে মহামারি করোনাভাইরাসে ১০ বছরের এক শিশুসহ গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনা হানা দেয়ার পর এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯-এ। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৬২ জন। এটিও একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ৮২২ জনে।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে মোট ৭ হাজার ৯০০টি নমুনার মধ্যে ১ হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮২২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৯ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়া ২৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৬১ জন।
তিনি আরো বলেন, মৃত্যু হওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ৭ জন নারী। মৃতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু থেকে ৭০ বছরের বয়স্ক লোকও আছেন।
এদিকে, চট্টগ্রামে মঙ্গলবারে (১২ মে) এক সাংবাদিকসহ ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ইতিমধ্যে মোট আক্রান্ত হয়েছে ৪২২ জন। একই করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে। যাতে করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩ জনে।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় পৌনে ৪৩ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে । মৃতের সংখ্যা ২ লাখ ৯৩ হাজারের বেশি। তবে ১৬ লাখেরও বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যু সংখ্যা সাড়ে ৮৩ হাজার। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।
আরএ/এমএহক