দক্ষিণ হালিশহর স্কুলের ৩৯ লাখ টাকা দুর্নীতির অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে অনিয়মের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ বাতিল ও দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন ছাত্র ও অভিভাবকবৃন্দ।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় নগরীর ইপিজেড এলাকার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর পরিপন্থি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার ফলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বিদ্যালয়টি। শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায়, নীতিবিহীন ও বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অবৈধ নিয়োগের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে নিয়ম ও আইনানুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নিরীক্ষা কমিটির রিপোর্ট অনুযায়ী ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিদ্যালয়ে ৩৯ লাখ টাকা লোপাট হওয়ার ঘটনায় দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আফজল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিম এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়ে জানার পরও কোনো কার্যকর প্রদক্ষেপ নেননি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পটপরিবর্তনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেলিম আফজাল পলাতক রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বিদ্যালয়ের দায়িত্ব পরিচালনা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

এ সময় বক্তারা চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ তোলেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র শফিউল আজম, মাসুম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আতিকুর রহমান রাফি, অভিভাবক মো. হোসেন, কামাল উদ্দিন, মো. ইউনুছ, আব্দুল মন্নান, মো. বখতিয়ার।

মানববন্ধন শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও তদন্তে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তিনি জানান, বিদ্যালয়ের চলমান নানান সমস্যা নিরসনে শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। তদন্তে শেষে আপনারা জানতে পারবেন।

এসকেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm