s alam cement
আক্রান্ত
৫৪৮০৭
সুস্থ
৪৬১৯১
মৃত্যু
৬৪২

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্ঘটনায় মারা গেল মিরসরাইয়ের যুবক

0

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দুর্ঘটনার শিকার হয়ে মিরসরাইয়ের এক যুবক মারা গেছেন। তার নাম মো. গিয়াস উদ্দিন রিপন (৩৫)। তিনি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভাঙ্গাদোকান এলাকার মোহাম্মদ মুন্সির ছেলে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কেপটাউন শহরের ইন্ড্রাস্টিয়াল এলাকায় নির্মাণ শ্রমিকদের কাজ দেখিয়ে দিতে গিয়ে তিনি টিনের উপর থেকে পা ফসকে নিচে পড়ে যান। এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত রিপনের বন্ধু মো. জিয়াউল হক বলেন, ‘কয়েক বছর ধরে রিপন স্ত্রী-সন্তানদের নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাস করতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। আফ্রিকা থেকে কানাডায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার দুই ছেলে রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি খুব ধার্মিক ছিলেন’।

রিপনের প্রথম জানাযা আজ শুক্রবার বাদ জুমা কেপটাউনের এথলন ৯৫ তরঙ্গ রোড, ক্রোফর্ড খিদমাতিল ইসলামিয়া মসজিদ (রন্ডোবুশ ইস্ট) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আছরের পর কেপটাউনের সামারসেট ম্যারিনাস সুপারমার্কেট অবস্থিত মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে সামারসেট এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm