দুই গাড়িতে থার্টিফার্স্ট নাইটের জন্য আসছিল ২০০ বোতল বিদেশি মদ

দুটি প্রাইভেট কারসহ আটক মাদক ব্যবসায়ী

জাহাজ থেকে সংগ্রহ করে থার্টিফার্স্ট নাইটের জন্য চট্টগ্রাম নগরীতে আনা ২০০ বোতল বিদেশি মদের চালান জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় এসব মদের বাহক দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এ ঘটনায় জড়িত এক মাদক ব্যবসায়ীকে।

বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে কোতোয়ালী মোড় ও হাটহাজারী এলাকায় টানা অভিযান চালিয়ে এসব মদের বোতল ও প্রাইভেটকারসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান (৩২) বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডী এলাকার মো. রফিকের ছেলে।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনছুরাবাদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার সময় ৮০ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকায় আরেকটি প্রাইভেট কার থেকে ১২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাইভেট কারচালক ব্যবসায়ী মো. জিল্লুর রহমানকেও আটক করা হয় এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।

ডিসি মোস্তাইন হোসেন আরও বলেন, ‘কর্ণফুলীর পারকি বিচ এলাকা থেকে আনা হচ্ছিল এসব মদ। মূলত থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে বহির্নোঙরে থাকা জাহাজ থেকে তারা এসব মদ সংগ্রহ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। জাহাজে থাকা কিছু ব্যক্তির মাধ্যমে এসব মদ আনা হয়।’

ব্রিফিংয়ে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) উক্য সিং এবং সহকারী কমিশনার (পশ্চিম) কাজল কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।

এডি/এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm