থানচিতে ৪ দিন পর্যটক ঢোকা মানা, রোয়াংছড়িতে দুদিন

বান্দরবানের থানচিতে চারদিন ও রোয়াংছড়িতে দুইদিন পর্যটকসহ বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। সোমবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে।

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা দেওয়া হল। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এই তথ্য জানানো হয়।

রোববার (২৬ ডিসেম্বর) রোয়াংছড়ি ও থানচির আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলার মধ্যে থানচির নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছড়ির দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। এসব পর্যটনকেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটকের আগমন ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোয়াংছড়িতে ২৫ ও ২৬ ডিসেম্বর—এই দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু এবং নির্বাচনী সহিংসতা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকসহ বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!