ধারালো অস্ত্রের কোপে ত্রাণের বস্তা তছনছ করে হঠাৎ এসে তাণ্ডব দেখিয়ে চলে গেল ওরা। ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুরের ঘটনায় ২ গ্রাম পুলিশ ও ১ দফাদারসহ ৩জন আহত হয়েছেন। আহতদের রামগড় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাকে ও কয়েকটি মোটর সাইকেল যোগে মিছিল দিয়ে এখানে হামলা করেছে। এ হামলায় গোলাম মাওলা দুলু (৪৫), আক্তার হোসেন (৫০) দফাদার নুরুল আলম নুরু (৫৫) গুরুতর আহত হন। হামলাকারীরা রাম দা, লাঠি নিয়ে এসে ১০ মিনিট সময়ে তাণ্ডব দেখিয়ে আবার পালিয়ে যায়। এ সময় তারা সচিবের রুমের টেবিল ফ্যান, বিদ্যুৎ বোর্ড, কম্পিউটার, টেবিল ফ্যান, চেয়ারম্যানের রুমে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ও নৌকার সোপিস এবং চারটি মোটর সাইকেলও ভাংচুর করেছে।
ঘটনার পর দুপুরে ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সচিব বকতিয়ার উদ্দিন বলেন, ‘ভিজিডি কার্ডের চাল বিতরণ করার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় ৫০-৬০ জন লোক ট্রাকে করে এসে চালের বস্তা তছনছ করেছে। ব্যাপক ভাংচুর করেছে।’
বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার পরিষদে অর্তকিতে হামলা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
ভূজপুর থানার দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সরওয়ার্দী বলেন, ‘যারা হামলা করেছে তাদের নাম ঠিকানা দিয়ে মামলা হলে আমরা আসামিদের গ্রেপ্তার করবো। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
এএস/এসএস