তেলবাহী গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পোর্টলিংক কন্টেইনার ডিপোতে তেলবাহী কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ সালাউদ্দিন (৫২) । তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শীধরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ’র ছেলে।

সোমবার (১৫ জানুয়ারি) ভোর বেলায় ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার এলাকায় কন্টেইনার কারখানায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘পোর্টলিংক কন্টেইনার ডিপোর ভেতরে একটি তেলবাহী কন্টেইনার কালমারের চাকায় পিষ্ট হয়ে সালাউদ্দিন নামের এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি কামাল উদ্দিন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm