তৃতীয় বিয়ের খবর পেতেই স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

দ্বিতীয় স্ত্রী যখন খবর পেলেন স্বামী ইতিমধ্যে বসেছেন তৃতীয় বিয়ের পিঁড়িতে, তখন তিনি এক নির্মম সিদ্ধান্ত নিলেন। স্বামী যখন ঘুমিয়ে পড়েন, তখন তিনি ধারালো ব্লেড দিয়ে দেলোয়ার হোসেনের স্বামীর গোপনাঙ্গটি কেটে দেন।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা রোববার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, দেলোয়ার হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর দাম্পত্য জীবনে পাঁচ সন্তান রয়েছে। স্বামী একাধিক বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এর মধ্যেই দেলোয়ার হোসেন আরও একটি বিয়ে করেছেন বলে খবর পান স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

রোববার (২৬ ডিসেম্বর) গভীর রাতে দ্বিতীয় স্ত্রী ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে দেলোয়ার হোসেনের গোপনাঙ্গ কেটে দেন।

এ সময় দেলোয়ারের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

মানিকছড়ি থানার পুলিশ এ ঘটনায় দেলোয়ারের দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm