চট্টগ্রাম মেডিকেলে কলেজ করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তৃতীয় দিনে মোট ৫৬টি নমুনা পরীক্ষা করেই পাওয়া গেল ১৫ জন পজিটিভ। এর মধ্যে শুধু নগরীতেই রয়েছেন ১৩ জন। নগরীর হাজারী গলিতে এই প্রথম মিলল একসঙ্গে দুজন করোনা পজিটিভ— দুজনেই মহিলা।
মোট ১৫ করোনা পজিটিভ রোগীর মধ্যে সবচেয়ে কম বয়সী রোগীটিও হাজারী গলিরই— ১৭ বছর বয়সী নারী। অন্যদিকে সীতাকুণ্ডের ফকিরহাটে মিলেছে সবচেয়ে বেশি বয়সী রোগী— ৭০ বছর বয়সী। ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এবং পতেঙ্গার নৌবাহিনী ঘাঁটি এলাকায়ও মিললো করোনা পজিটিভ রোগী।
চট্টগ্রাম মেডিকেলে কলেজের করোনা পরীক্ষার ল্যাবে করোনা পজিটিভ রোগী শনাক্ত হলেন নগরীর রাহাত্তারপুলে ২২ ও ৩০ বছর বয়সী দুজন পুরুষ, বাদুরতলায় ৬৬ বছর বয়সী একজন মহিলা, ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এলাকায় ৩৫ ও ৩৯ বছর বয়সী দুজন পুরুষ, পতেঙ্গার নৌবাহিনী (বিএনএস) ঘাঁটি এলাকায় ৩৪ বছর বয়সী এক পুরুষ, বায়েজিদে ৩০ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদের ব্যাপারী পাড়ায় ৩৯ বছর বয়সী এক পুরুষ, ডিসি অফিসে কর্মরত ৫২ বছর ব্য়সী এক পুরুষ, বন্দর ফ্রি পোর্টের ৩৪ বছর বয়সী এক পুরুষ ও শেখেরপুল এলাকায় ২৮ বছর বয়সী এক পুরুষ।
চট্টগ্রাম নগরীর বাইরে পটিয়ায় ৫৯ বছর বয়সী এক পুরুষ এবং সীতাকুণ্ডের ফকিরহাটে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাসের জীবাণু মিলেছে।
সিপি