তুলসীধামে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির প্রস্তুতি সভা

নন্দনকানন রথের পুকুর পাড়ে চট্টগ্রামের সর্বপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে তুলসীধাম প্রাঙ্গণে এই সভার আয়োজন করে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটি।

ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে সভায় তুলসীধাম ধাম পরিচালনা পরিষদ, অদ্বৈত-অচ্যুত মিশন-বাংলাদেশের সকল কর্মকর্তা ও গুরু পরম্পরার শিষ্যবর্গ এবং নগরীর বিভিন্ন মঠ-মন্দিরের রথযাত্রা উৎসব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট সুজন কান্তি দে’র সঞ্চালনায় সভায় আগামী ২০ জুন (মঙ্গলবার) রথযাত্রা সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক শ্যামদাশ ধর, অর্থ সম্পাদক বিধান ধর, সাংগঠনিক সম্পাদক বাঁশীরাম দে, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা বিজয়লক্ষ্মী চৌধুরী, রিক্তা দত্ত, প্রদীপ দাশ, হরিশংকর ধর, সোনারাম ধর, হিরন্ময় ধর, সাগর বিশ্বাস, স্বপন ধর, চন্দ্রনাথ পাল, জহরলাল দত্ত, সুধাংশু রঞ্জন দাশ, তপন ধর, আশুতোষ দেব, বরুণ হাজারী, রূপন ধর, চন্দন পাল, শিবু প্রসাদ ধর, সজল চৌধুরী, প্রণব সাহা, রূপন কুমার দে, সজল ধর, লক্ষ্মীপদ দাশ, বিষ্ণুপদ দাশ, আশীষ মিত্র, রনি সাহা, উত্তম দাশ, সুজিত হাজারী, এস প্রকাশ পাল, ডা. বিবরণ দাশ ও প্রবীর দাশ।

সভায় বলা হয়, আগামী ২০ জুন (মঙ্গলবার) বিকাল ৩টায় কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদযাপন কমিটির উদ্যোগে নন্দনকানন রথের পুকুর পাড় থেকে জগন্নাথদেবের রথযাত্রা পরিক্রমা শুরু হবে। এর আগে তুলসীধামের পাদদেশে স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেবেন আমন্ত্রিত অতিথিরা।

এদিন তুলসীধামের রথ, মনোহরখালীর রথ, টেকপাড়ার রথ, সদরঘাট মাইজপাড়ার রথ, শাহাজীপাড়ার রথ, পার্বতী ফকির পাড়ার রথ, কেদারনাথ তেওয়ারী কলোনির রথ, টাইগারপাস জগন্নাথ সংঘের রথ, সুপ্রভাত বয়েজ ক্লাবের রথ, গঙ্গাবাড়ির রথ, পাথরঘাটা গিরিধারী মন্দিরের রথ, হাজারী লেইন শ্রীকৃষ্ণায়ণ এর রথ এবং ইপিজেড শ্রীকৃষ্ণ মন্দিরের রথসহ ১৫টির অধিক বিভিন্ন মঠ-মন্দিরের রথসমূহ নন্দনকানন রথের পুকুর পাড়ে জড়ো হওয়ার পর সম্মিলিতভাবে রথপরিক্রমা শুরু হবে।

Yakub Group

বক্তারা রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণা এবং সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!