স্বেচ্ছাসেবী সংস্থা তিলোত্তমা চট্টগ্রাম-এর ছাদবাগান পরিদর্শনে দেখতে এলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ডেপুটি ডিরেক্টর এবং প্রখ্যাত সাহিত্যিক হূমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন তিলোত্তমার প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন সাহেলা আবেদীন রীমা, তিলোত্তমা চট্টগ্রাম এর উপদেষ্টা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান এবং ইউজিসির সহকারী পরিচালক মোহাম্মদ শোয়াইব।
পরিদর্শনকালে মৌলি আজাদ তিলোত্তমা চট্টগ্রামের সমৃদ্ধ ছাদবাগান দেখে প্রশংসা করেন এবং সবুজায়ন কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান।
এ সময় অতিথিদের তিলোত্তমা চট্টগ্রামের পক্ষ থেকে সবুজ সামগ্রী উপহার দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাহেলা আবেদীন রীমা।