তিন ব্যাংকের ১৬৫ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করে দায়মুক্ত হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক পরিচালক হারুন-উর-রশিদ। চট্টগ্রাম নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় ২০ একর সম্পত্তি বন্ধক রেখে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে এ ঋণ নিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খেলাপি ঋণের দায় থেকে অব্যাহতির আদেশ দেন চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
হারুন-উর-রশিদ ন্যাশনাল আয়রন ইন্ডাস্ট্রিজ, রুবাইয়া ভেজিটেবল ইন্ডাস্ট্রিজ এবং মেসার্স এইচ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক।
জানা গেছে, কালুঘাট ভারী শিল্প এলাকায় ২০ একর সম্পত্তি বন্ধক রেখে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে ঋণ নেন হারুন-উর-রশিদ। সুদ মওকুফের আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক ১০০ কোটি, প্রাইম ব্যাংক ৩৫ কোটি এবং ন্যাশনাল ব্যাংক ৩০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের পর অর্থঋণ আদালতে পূর্ণ সন্তুষ্টিতে মামলা নিস্পত্তির আবেদন করলে, আদালত আবেদন গ্রহণ করে হারুন উর রশিদকে ঋণের দায় থেকে অব্যাহতি দেন।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ১৬৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে হারুন-উর-রশিদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০১২ ও ২০১৪ সালে অর্থঋণ মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক। আদালতের নির্দেশে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বন্ধকী সম্পত্তি বিক্রির পর তিন ব্যাংকের ১৬৫ কোটি টাকা পরিশোধ করেছেন হারুন উর রশিদ।
ডিজে