তিন ফেসবুক একাউন্টের দখল ফিরে পেলেন কোতোয়ালীর ওসি

রাতজুড়ে হ্যাকারের কবলে পড়া তিনটি ফেসবুক একাউন্ট মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফিরে পেলেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওসি কোতোয়ালীর তিনটি ফেসবুক একাউন্টের দখল নেয় অজ্ঞাতনামা হ্যাকাররা। একাউন্টগুলো হচ্ছে Mohammad Mohsin, Mohammad Mohsin PPM এবং OC Kotwali,CMP,Chattogram. একাউন্টগুলো হ্যাকড হওয়ার পরপরই তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সন্ধ্যা থেকে সারা রাত চেষ্টা করেও একাউন্টগুলোর দখল ফিরে পাওয়া যায়নি। পরে দুপুরে প্রথমে তার ব্যক্তিগত একাউন্ট (Mohammad Mohsin) এবং সন্ধ্যায় অন্য দুটি একাউন্টের কর্তৃত্ব পুনরুদ্ধার করা হয়।

ফেসবুক একাউন্ট ফিরে পাওয়ার পর মোহাম্মদ মহসীন Mohammad Mohsin PPM একাউন্টে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন—’অবশেষে ফিরলাম। হাফ ছেড়ে বাঁচলাম। কাল সন্ধ্যা সাতটায় আমার আইডি, ব্যক্তিগত পেইজ এবং কোতোয়ালি থানা পেইজ দখলে নেয় হ্যাকার। রাতভর চেষ্টার পর সকালে পুনরুদ্ধার করি এসব। এরপর বাকি আনুষ্ঠানিকতা শেষে আবারও ফিরলাম আপনাদের মাঝে। বরাবরের মতোই পাশে থাকবেন। সাথে থাকবেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm