তিন ‘দেহরক্ষী’সহ ৩৫ মামলার আসামি গ্রেপ্তার হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে তিন ‘দেহরক্ষী’সহ সুমন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ভূমিদস্যুতাসহ মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।

বৃহষ্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হাটহাজারীর সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

সুমনের সাথে গ্রেফতার হওয়া তার তিন সহযোগী হলেন আসাদুজ্জামান (২৬), মো. আরিফ (২০), মো. জাহেদ(২০)। তারা সুমনের দেহরক্ষী হিসেবে কাজ করতো বলে জানিয়েছে র‍্যাব।

তিন ‘দেহরক্ষী’সহ ৩৫ মামলার আসামি গ্রেপ্তার হাটহাজারীতে 1

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছেন তিনি।

মাশকুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সুমনের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত ৩৫টি মামলার তথ্যপ্রমাণ পেয়েছি। তবে তার বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ ভিন্ন ভিন্ন অভিযোগে ৫০টিরও বেশি মামলা আছে বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকার মানুষ মানববন্ধনও করেছে।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!