চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একদিনে তিন ঘণ্টার ব্যবধানে দুইটি সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে। এতে দুই পথচারি নিহত হয়েছেন।
নিহতরা হলেন ১৮ বছরের যুবক মো. মারুফ ও ৬৫ বছরের আব্দুল লতিফ।
নিহত মারুফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কালঘড়া গ্রামের মোল্লাবাড়ির মোহাম্মদ মতিনের ছেলে। প্রাথমিক অবস্থায় নিহত আব্দুল লতিফের ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সীতাকুণ্ড থানার ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটা এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ আহত হন মারুফ। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর ১টার দিকে ভাটিয়ারি এলাকায় মোটরসাইকের ধাক্কায় নিহত হন আব্দুল লতিফ।
দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মঙ্গলবার দুপুর দেড়টায় মারুফকে এবং তিনটায় আব্দুল লতিফকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।’
বিএস/এমএফও