চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় বাস, সিএনজি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কর্ণফুলীর শহিদুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
একই ঘটনায় একজন মোটরসাইকেলআরোহীসহ ৭ জন আহত হয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) বিকেলে শাহ আমানত সেতু থেকে নামার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মইজ্জারটেক পুলিশ বক্সের টিআই শেখ ফরহাদ ও নিহতের এলাকার ইউপি সদস্য তাহের আহমেদ।
নিহত শহিদুল ইসলামের বাড়ি কর্ণফুলী উপজেলার খোয়াজনগর (৪ নং ওয়ার্ড) গ্রামে। তার পিতার নাম বশির আহমদ ও মাতার নাম ফাতেমা খাতুন। বর্তমানে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।
এ ঘটনায় আহতরা হলেন আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), মো. হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আবদুল মান্নান (৪৫), বিপ্লব দাস(৫০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন, হানিফ পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন।