তিন কোটি টাকার প্রকল্প উদ্বোধন বাঘাইছড়িতে

রাঙামাটির বাঘাইছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই প্রকল্পগুলো উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এই প্রকল্পগুলো রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

প্রকল্পগুলো হলো-উপজেলার করেঙ্গাতুলী বাজারে ৩০ লাখ টাকা ব্যয়ে উপজাতীয় কাঠ ব্যবসায়ী ও জোত মালিক সমিতির দ্বিতীয়তলা ভবন, রুপকারী মগবান এলাকায় ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট কাচালং শিশু সদনের ছাত্রাবাস এবং ৩১ লাখ টাকা ব্যয়ে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের দ্বিতীয়তলা ভবন।

উদ্বোধনে বিহার অধ্যক্ষ তিল কানন্দ মহাথেরো, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলি হোসেন, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. জমির হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক জগৎ দাশ, রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm