তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা, চলবে অনির্দিষ্টকালের কারফিউও

সরকার দেশে আগামীকাল সোমবার (৫ আগস্ট), মঙ্গলবার (৬ আগস্ট) ও বুধবার (৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে। একইসঙ্গে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।

রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা রোববার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এ নিয়ে রোববার চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ কর্মসূচিতে রোববার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৪৩ জন নিহত হয়েছেন। চট্টগ্রামে প্রায় ৮০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm