তারেক জিয়াকে দেশে এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রামে

২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রধান মাস্টারমাইন্ড ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াকে দ্রুত দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আকবরশাহ এবং পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল’র নেতৃত্বে আকবরশাহ এবং পাহাড়তলী থানা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল নগরীর এ কে খান মোড় থেকে শুরু হয়ে সিডিএ, সিটি গেটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্নেলহাট মোড়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ‘এই স্বাধীনতা বিরোধীদের দল ৭৫ এর ১৫ আগস্ট আমাদের বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছিল৷ একইভাবে তাদের উত্তরসূরি খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক জিয়ার নির্দেশে নীল নকশা সাজিয়ে গ্রেনেড হামলা করে আমাদের নেত্রীকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কোটি কোটি জনতার দোয়ায় সেদিন আমার নেত্রী বেঁচে গেলেও নিহত হয় ২৪টি তাজা প্রাণ। বঙ্গবন্ধু কন্যাসহ আহত হত ৩০০ জন দলীয় নেতাকর্মী। আজও সেই দৃশ্য চোখের সামনে ভাসে, রাগে ক্ষোভে টগবগ করে উঠে কোটি কোটি মানুষের গায়ের রক্ত।’

তিনি বলেন, ‘এই ঘটনার মূল মাস্টারমাইন্ড তারেক জিয়া এখনো বিদেশে পলাতক। স্বাধীন বাংলার এসব কালো অধ্যায়কে কলঙ্কমুক্ত করতে দ্রুত তারেক জিয়াকে দেশে এনে সাজা দেওয়ার দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহম্মেদ রুবেল, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী আলো, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, সেলিম, হালিশহর থানা যুবলীগ নেতা মহিউদ্দিন সুমন।

আরও উপস্থিত ছিলেন জুয়েল মাহমুদ, হাফিজ সায়েদ, মুছা নবী,তুষার, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, বাসু দেব, আকবর, ইমরান, রাজু, সাব্বির, শুভ, কাইয়ুম, জাহিদ, সানী, মাহিম, নয়ন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মুবিনুল হক বাবর, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসাইন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক সূলভ বড়ুয়া, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপ মানব সম্পদ উন্নয়ন সম্পাদক তানভির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক ইয়াসিন আরফাত।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!