তারাবি নামাজ মসজিদে না ঘরে— সিদ্ধান্ত আসছে শীঘ্রই

রমজান শুরু হতে আর বেশি দেরি নেই। রমজানে তারাবি নামাজের কী হবে, মসজিদে নাকি ঘরে পড়তে হবে— এ নিয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। তবে এ বিষয়ে এই সপ্তাহের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। যদিও ঘরে নামাজ আদায় করার ব্যাপারে গত ৬ এপ্রিল জারি করা সরকারি নির্দেশনা বহাল রয়েছে এখনও।

এর মধ্যেই শনিবার (১১ এপ্রিল) আসন্ন রোজার মাসে তারাবির নামাজ ঘরেই পড়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখ বলেন, ‘মসজিদে ফরজ নামাজ আদায়ই তো বন্ধ করতে হয়েছে। এটা তারাবি নামাজের চেয়ে গুরুত্বপূূর্ণ। তবে মসজিদে হোক, ঘরে হোক সর্বশক্তিমান আল্লাহ যেন তারাবি নামাজ কবুল করেন আমরা সে দোয়াই করি। কারণ, মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই ঘরে নামাজ পড়া।’

দেশের আলেমরাও বলছেন, তারাবির নামাজ মৌলিকভাবে মসজিদের চেয়ে ঘরে পড়লে সওয়াব বেশি।

শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘রমজানে রোজার মসজিদে জমায়েত হওয়া বা মসজিদে আসার কোনও সম্পর্ক নেই। রোজা, ইফতার, সেহেরি—সব তো ঘরেই হবে। তারাবির নামাজ মৌলিকভাবে মসজিদের চেয়ে ঘরে পড়লে সওয়াব বেশি। আমরা কোরান শরীফ খতমের জন্য মসজিদে জামাতে পড়ি, সবাই তো আর হাফিজ না। তাই, রমজানের ইবাদত হিসেবে কোনও অসুবিধা হবে না। কেবল এতেকাফের সঙ্গে মসজিদের সম্পর্ক, এছাড়া কোনও কিছুর সঙ্গে মসজিদের সম্পর্ক নাই।’

রমজান মাসে তারাবির নামাজ আদায়, ইফতার, ইতেক্বাফ ও সেহেরি কিভাবে করা যাবে— এ নিয়ে কয়েকদিনের মধ্যেই আলেমদের সঙ্গে পরামর্শ সভায় বসতে যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!