তারাবির নামাজের সময় চট্টগ্রামের মাদ্রাসায় ৮ বছরের শিশুকে বলাৎকার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার একটি মাদ্রাসায় ৮ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শিশুটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।

শুক্রবার (২৯ এপ্রিল) রাতে তারাবির নামাজ চলাকালে বায়োজিদ থানাধীন শেরশাহ কলোনি বিহারি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটিকে ওই মাদ্রাসার হেফজখানার বাবুর্চি ছাদে নিয়ে গিয়ে বলাৎকার করার সময় হাতেনাতে ধরা পড়ে। এরপর স্থানীয় লোকজন থানায় খবর দেন। শিশুটি ওই মাদ্রাসার হেফজখানা বিভাগের শিক্ষার্থী।

ওই শিশুর মা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমার ছেলের সাথে এই জঘন্য ঘটনা ঘটেছে। মামলা করার জন্য থানায় গেলে, সেখান থেকে মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে। মেডিকেলের রিপোর্টর উপর ভিত্তি করে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।’

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘উক্ত ভিকটিমকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি দেন।’

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!