তামিম-মুশফিকদের ফেরাতে কক্সবাজারের চিন্তা ক্রিকেটকর্তাদের

ক্রিকেট মাঠে কখন ফিরবেন তামিম-মুশফিকরা— দেশের ক্রিকেট কর্তারা গত কিছুদিন ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন। ক্রিকেটারদের সংগঠন কোয়াব মঙ্গলবার (৭ জুলাই) বসেছিল খেলোয়াড় ও বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে। বলাবাহূল্য, ওই সভার মূল বিষয়বস্তুও ছিল কিভাবে মাঠে আবার ক্রিকেট ফেরানো যায়। বৈঠকে সম্ভাব্য সমাধানের কিছু প্রস্তাবও এসেছে।

সেই প্রস্তাবগুলো নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) যে বিবৃতি দিয়েছে, তাতে মাঠে ক্রিকেট ফেরাতে উঠে এসেছে নিরাপদ ও সুরক্ষিত দুটি ভেন্যুর কথা— কক্সবাজার ও বিকেএসপি।

বিবৃতিতে বিসিবির পরিচালক ও সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ বলেছেন আরও বিস্তারিত— ‘কোয়াব, জাতীয় দল ও প্রথম শ্রেণির কয়েকজন ক্রিকেটারের কাল (৭ জুলাই) আমরা বসেছিলাম। আমরা ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে ফেরানো নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে শুরু করার কোনো তারিখ নিশ্চিত করতে পারছি না। কক্সবাজার অথবা বিকেএসপিকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করেছি। সেখানে নিশ্ছিদ্র আইসোলেশন ব্যবস্থার মধ্যে সব খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের থাকার সুবিধা নিশ্চিত করা সম্ভব।’

এই সঙ্গে ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়ে কাজী ইনাম পরামর্শ দিয়েছেন, ‘খেলোয়াড়দের ফিটনেস ঠিক রাখা নিশ্চিত করতে ক্লাবগুলো যেন তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখে এবং ১৫ দিনের নোটিশে যেন খেলা শুরু করা যায়। আশা করি প্রিমিয়ার লিগ দিয়ে দেশে ক্রিকেট ফিরবে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm