তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীদের জন্য পার্কভিউ হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্প

পার্কভিউ হসপিটাল লিমিটেড কর্তৃপক্ষের উদ্যোগে চট্টগ্রামের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির মিলনায়তনে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রাম।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

এ মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতি কর্তৃপক্ষ।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা আব্দুল মোতালেব চৌধুরী, সভাপতিত্ব করেন তামাকুমুন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব। সঞ্চালক ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় প্রায় ৫০০ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন পার্কভিউ হসপিটালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. আহামদ রহিম‌, মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. মো. রেজাউল করিম, ডা. মইন উদ্দিন চৌধুরী এবং ডা. মো. ফরহাদ, নিউরো মেডিসিন বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. মো. শওকত এমরান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. মাহফুজুর রহমান, হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ছিলেন ডা. ইকবাল মাহমুদ, ডায়াবেটিকস বিভাগের ছিলেন ডা. সালাহউদ্দিন এম এ এইচ চৌধুরী।

এ ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পার্কভিউ হসপিটালের হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!