তল্লাশিতে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ, মালিক পাওয়া গেল না

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে আনুমানিক ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।

রোববার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ এর বোর্ডিং এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অবতরণের পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় বারগুলো পাওয়া যায়। তল্লাশি চালানোর সময় যাত্রীদের কেউ প্যাকেটে মোড়ানো এসব স্বর্ণের বার ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এআরটি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm