তরুণ সাইক্লিস্টের প্রাণ কেড়ে নিল বেপরোয়া বাস

রাঙামাটি

0

নতুন বছরের প্রথম দিনেই বেপরোয়া বাসের ধাক্কায় রাঙামাটিতে সাহেব আলী (২৫) নামের এক সাইক্লিস্ট নিহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত সাইক্লিস্টের পরিচয় পাওয়া যায় নি।

জানা গেছে, চট্টগ্রাম থেকে আটজনের সাইক্লিস্ট দলের বহরে রাঙামাটির উদ্দেশ্যে আসছিলেন সাহেব আলী। দুপুরের দিকে সাপছড়ি এলাকায় বিপরীত দিক আসা একটি যাত্রীবাহী বাস সাহেবকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

s alam president – mobile

তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেন নি রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। তিনি বলেন, ‘দুঘর্টনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!