তরুণ প্রজন্মকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: মোতালেব

‘তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। ঠিক একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাও সবসময়ই তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদান করে থাকেন। বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা করে চলেছেন; যার ফলশ্রুতিতে বাংলাদেশ খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে গিয়েছে।’

শুক্রবার (২১ জুন) বিকেলে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপের ফাইনালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব এসব কথা বলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব এমপি।

সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে জানিয়ে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ মোতালেব বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকাসক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে ফিরিয়ে আনা সম্ভব। তাই খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। যেহেতু খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, সেহেতু খেলাধুলা-শরীর চর্চা অব্যাহত রাখতে হবে। সব শ্রেণী-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।’

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক ভুট্টো, সদস্য সচিব সালাহউদ্দিন, আবুল হোসেন, দিদারুল ইসলাম ও ইনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ফাইনালে হালদার কুল ইয়ং স্টার সোসাইটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং আলুরঘাট ফুটবল একাদশ রানার্সআপ হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm