তরবারির চেয়ে কলম শক্তিশালী, চাটগাঁর সংবাদের যুগপূর্তিতে মেয়র শাহাদাত

১৩ বছরে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পে মেয়াদ ও বরাদ্দ বেড়েছে কিন্তু কাজ শেষ হয়নি। আপনারা সংবাদমাধ্যমে এগুলো তুলে ধরেন। তরবারির চেয়ে কলম অনেক শক্তিশালী। সংবাদমাধ্যম সত্য তুলে ধরলে দুর্নীতি রোধ হয় এবং জাতি উন্নত হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) নগরীর থিয়েটার ইনিস্টিউটে সাপ্তাহিক পত্রিকা ‘চাটগাঁর সংবাদ’র একযুগ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, বিগত সময়ে স্বৈরশাসকের চাপে সংবাদমাধ্যম সঠিকভাবে তথ্য তুলে ধরতে পারেনি। সরকার সংবাদমাধ্যমের কণ্ঠরোধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানাভাবে হয়রানি করেছে৷ পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎকেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মত বড় প্রকল্পে দুর্নীতি হয়েছে। আনোয়ারায় সিন্ডিকেটের লোক কমদামে জমি কিনে তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়লেও কাজ শেষ হয়নি। ব্যাংক লুটসহ ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুঙ্গ করে দেওয়া হয়েছে। এসব কথা সাংবাদিকরা লিখতে পারেনি।

মেয়র আরও বলেন, সিটি কর্পোরেশনে অনেক দুর্নীতি হয়েছে। জলাবদ্ধতা, বিপ্লব উদ্যান, শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় দুর্নীতি ও অনিয়ম হয়েছে। অবৈধ লেনদেনের মাধ্যমে কর আদায়কারী নিজেদের পকেটে টাকা ভরেছে। এগুলোর শ্বেতপত্র প্রকাশ করা হবে৷ আপনারা এগুলো জনগণের কাছে তুলে ধরুন৷

এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর কেট কাটা হয়। এ সময় সামাজিক ও মানবিক অবদানের জন্য গুণিজনদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁর সংবাদের উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী। পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ ও বিটিভি উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মুজিবুল হক, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, নুরুল কবির চৌধুরী ও আব্দুল মোতালেব।

বক্তব্য রাখেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দীন, মনির উদ্দীন ময়ূর, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো নুরুল কবির, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আব্দুল নুর।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—মোস্তফা কামাল নিজামী, এনামুল হক রাশেদী, এস বি জীবন, আল কামাল সানিম, আব্দুল্লাহ আল মারুফ, উৎপল বড়ুয়া, মাস্টার শহীদুল ইসলাম, সাদ্দাম হোসেন, এস কে সাগর, কাইসার হামিদ, এইচ এম শহীদুল ইসলাম, আহসান উদ্দীন পারভেজ, সাইদুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, দিদারুল ইসলাম , সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, এইচ এম সাইফুদ্দীন, মোহাম্মদ রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমদ, রুবেল, শফিউল ইসলাম, মোহাম্মদ কায়ূম।

সংবাদকর্মীরা চাটগাঁর সংবাদ’র একযুগ পূর্তি উপলক্ষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm