তফসিল ঘোষণা করায় যুবলীগ-ছাত্রলীগের আনন্দ মিছিল কোতোয়ালীতে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণায় চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ডিসেম্বর) রাতে এই আনন্দ মিছিল করে আন্দরকিল্লা, জামালখান, দেওয়ানবাজার ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

নগরীর আন্দরকিল্লা মোড় থেকে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য জাবেদুল আলম সুমনের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মিথুন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ প্রশিক্ষণ বিষয়ক উপ সম্পাদক তারণ দাশ প্রলয়, নগর ছাত্রলীগের সহ সম্পাদক শৈবাল দাশ, পৌলম দেব বুবুন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা যীশু তালুকদার, ইসমাইল আজাদ, হায়াত উল্লাহ,কোতোয়ালী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ার, সহ সভাপতি রত্নেশ্বর দাশ জিতু,দেবাশীষ দস্তিদার,আকাশ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ পান্ডে।

আরও উপস্থিত ছিলেন মোহাইমিনুল ইসলাম সামিন, তাওসিফুল আলম, আশিক রহমান তাসুন, সাংগঠনিক সম্পাদক রবিন দে, সুফরাত সামি, দুর্জয় চৌধুরী, দপ্তর সম্পাদক দ্বীপ কর্মকার, সহ সম্পাদক অরিত্র চৌধুরী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!