চট্টগ্রাম নগরীর পতেঙ্গা জেলেপাড়া সৈকত পল্লী সর্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উন্নয়নের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে স্মারকলিপি দিয়েছে মন্দির কমিটি।
শুক্রবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে চাটগাঁর সংবাদ পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির কমিটির আহ্বায়ক ডা. কৃষ্ণ পদ দাস এবং সদস্য সচিব সাংবাদিক এস কে সাগর।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকলাল দাশ, অরুণ বণিক, যুগ্ম আহ্বায়ক নিতাই দাস, দীনেশ চন্দ্র দাশ, আজালা দাস, রতন দাস, যুগ্ম সদস্য সচিব মিলন দাস, তপন দাস, দুলাল চন্দ্র রায়, সনজিত দাস, সুকুমার দাস, ডালিম দাস, সুজন দাস, সদস্য বাপ্পী দাস, রন দাস, টিপু দাস।
মন্দিরের জায়গা ক্রয় করা গেলে ও শ্মশানের জন্য জায়গা পেলে অবহেলিত জেলেপল্লীর প্রায় ৫ হাজার মানুষের মুখে হাসি ফুটবে বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে।