ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সহস্রধারা ঝরনায় বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছেন মাহফুজ বিন ইকবাল নামের ২৩ বছর বয়সী এক যুবক। মাহফুজের বাড়ি নওগাঁ জেলায়। তার পিতার নাম জাফর ইকবাল। তবে তিনি ঢাকার রামপুরায় এলাকা থেকে বন্ধুদের নিয়ে সহস্রধারা ঝরনায় বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শুক্রবার বিকেলে আমরা খবর পাই সহস্রধারায় এক যুবক ঝরনার পানিতে গোসল করতে নেমে হারিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই। ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় ওই যুবকের লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, মাহফুজের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মাহফুজের আত্মীয়-স্বজনকে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
এফএম/এএইচ