চট্টগ্রামের হালিশহর থেকে জোড়া খুন মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামির নাম রুমন (২৭)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী থানার আফজাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতো নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম।
জানা গেছে, ঢাকা গুলশান-২ এলাকায় ২৮ সেপ্টেম্বর একটি চায়ের দোকান থেকে দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মো. রফিকুল ইসলাম সিকদার (৬২) ও সাব্বির (১৫)। তারা দু’জন চা দোকানি ও কর্মচারী।
এ ঘটনায় রফিকুল ইসলামের শিকদারের ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে।
আইএমই/ডিজে