ঢাকায় সাতকানিয়ার সাবেক এমপি মোতালেবের খোঁজে লঙ্কাকাণ্ড
রাতে ঢাকার মিরপুরের একটি বাসায় সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এম এ মোতালেবকে খোঁজার নাম করে তাণ্ডব চালিয়েছে একদল যুবক। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোক বলে পরিচয় দেন। ওই বাসায় মোতালেবকে না পেয়ে ওই যুবকরা পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তল্লাশি চালাতে যান। যুবকদের দাবি, তারা যাওয়ার কিছুক্ষণ আগে মোতালেব সেখান থেকে বেরিয়ে যান।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসে একটি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বাসায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবের খোঁজার নাম করে মিরপুর ডিওএইচএসের ওই বাসায় তল্লাশি চালায় ২০ থেকে ২৫ জনের একটি দল। এদের নেতৃত্ব দেন শেখ তারেক জামিল তাজ নামের এক যুবক। তিনি নিজেকে পল্লবী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কর্ণেলসহ ডিওএইচএস পরিষদের কর্মকর্তাদের সঙ্গে যুবকরা বাজে আচরণ করে। এর একপর্যায়ে তারা জোর করে বাসার ভিতরে ঢোকে। পুরো বাসা তল্লাশি করে কাউকে না পেলেও তারা বাসার ভেতরে বসে থাকে। এ সময় বাসার সামনের সড়কে বেশকিছু ছাত্রের উপস্থিতি ছিল। ঘটনা শুনে আশেপাশের মানুষও জড়ো হয়।
পরে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই বাসায় যান পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাসাটি একজন অবসরপ্রাপ্ত কর্ণেলের। আমি যাওয়ার আগেই ছাত্ররা বাসায় ঢোকে। তবে তারা কাউকে পায়নি। কাউকে না পাওয়ায় আমি আমার উর্ধ্বতনদের জানাই এবং ওসি স্যারের নির্দেশনা অনুযায়ী ছাত্রদের চলে যেতে বলি। কয়েকজনকে আমি সঙ্গে করে নিয়ে আসি। কিন্তু শেখ তারেক জামিল তাজসহ আরো কয়েকজন ‘কাজ আছে’ বলে ওখানে থেকে যায়।’
পল্লবী থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দেওয়া শেখ তারেক জামিল তাজের এক সহযোগী সংবাদমাধ্যমকে বলেন, ‘বাসার ড্রইংরুমে ঢুকে আমরা বাসার সবাইকে ডাকতে বলি। তারা জানায়, মোতালেব ইউনাইটেড হাসপাতালে ভর্তি, বাসায় নেই। এরপর পুলিশ আসে। ততক্ষণে সেনাবাহিনী ও গোয়েন্দারাও চলে আসে। বাসায় কাউকে না পেয়ে আমাদের একটি টিম ইউনাইটেড হাসপাতালে যায়। সেখানে গিয়েও মোতালেবকে পাওয়া যায়নি। জানতে পেরেছি, আমরা হাসপাতালে যাওয়ার আগেই সাবেক এমপি মোতালেব হাসপাতাল থেকে বেরিয়ে যায়।’
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবে বেকারিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বনফুলের মালিক। ২০২৪ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিপি