ড্রাইভার-হেলপারকে মারধর করে তেলবাহী পিকআপ ছিনতাই, ১০ দিন পর মামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে ড্রাইভার ও হেলপারকে মারধর করে তেলবাহী পিকআপ ছিনতাইয়ের ১০ দিন মামলা করা হয়েছে। পিকআপে ১০ ব্যারেল ডিজেল (২ হাজার ২০০ লিটার) ছিল, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠান মেসার্স আব্দুর শুক্কুর অ্যান্ড সন্সের ম্যানেজার মো. মহি উদ্দিন (৫৩) কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন—কর্ণফুলীর জুলধা ইউনিয়নের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. ওসমান (৪৫) এবং মো. আবুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)। এছাড়াও মামলায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ওসমান ও ইসমাইলের নেতৃত্বে পিকআপ চালক নুরুজ্জামান (২৯) ও সহকারী রমজান আলীকে (২৫) মারধর করে গুরুতর জখম করেন। পরে অজ্ঞাত একজন ব্যক্তি পিকআপটি নিয়ে অন্যত্র চলে যায়। গাড়ির পেছনে অনুসরণ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি মেসার্স আব্দুর শুক্কুর অ্যান্ড সন্সের একটি পিকআপ ভ্যান (চট্টমেট্রো-ন ১১-৪৪৮১) ৩ ফেব্রুয়ারি রাত ১০টায় আনোয়ারা মালঘরে ১০ ব্যারেল ডিজেল (২,২০০ লিটার, আনুমানিক মূল্য ২ লাখ ৩১ হাজার টাকা) পরিবহন করছিল। রাত ১০টা ৪৫ মিনিটে জুলধা ইউনিয়নের খাদ্য ফ্যাক্টরির সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি পিকআপটির গতিরোধ করে ড্রাইভার ও হেলপারকে মারধরের পর তেলবাহী পিকআপ নিয়ে চলে যায়।

প্রতিষ্ঠানটির মালিক ও পুলিশ খোঁজাখুঁজি পর পরদিন ৪ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকায় পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করে। তবে পিকআপের তেল লুট হয়ে যায়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘তেল চুরির ঘটনায় দু’জনকে আসামি করে মামলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করতে পুলিশ সদস্যদের নিযুক্ত করা হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm