ডেঙ্গু হেমোরজিক সিনড্রোমে পুলিশ সদস্যের মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এমাদুল হোসেন নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

নিহত এমাদুল হোসেনের (৩৫) বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায়।
 
সোমবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
বিষয়টি নিশ্চিত করেন এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার আলী নেওয়াজ সাব্বির।

আলী নেওয়াজ সাব্বির জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে রোববার রাতে এক পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হন। কিন্ত জ্বর ভালো হয়ে যাওয়ার পর হেমোরজিক সিনড্রোম জটিলতা দেখা যায় তার। প্লাটিলেট ১০ হাজারে নেমে আসে। সোমবার দুপুরে তিনি মারা যান।

এদিকে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৫ জন। এরমধ্যে ৬৬ জন সরকারি ও ২৯ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টা এক পুলিশ সদস্যসহ ২ শিশু মারা গেছে ডেঙ্গুতে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Yakub Group

চট্টগ্রামে এখনও পর্যন্ত ৪ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে ফিরেছে ৪ হাজার ৪৮০ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত মারা গেছে ৪৬ জন। এরমধ্যে শুধুমাত্র আগস্ট মাসে মারা গেছে ২১ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!