চট্টগ্রামে ডেঙ্গুতে ৭৩ বছর বয়সী চিত্তরঞ্জন পাল ও ৫৫ বছর বয়সী ভোলা রাম দাশ নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা দু’জনেই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এনিয়ে চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৯৬৭ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।
মৃত চিত্তরঞ্জনের বাড়ি কক্সবাজার ও ভোলা রাম দাশের বাড়ি নগরীর সদরঘাট এলাকায়।
জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর এভারকেয়ারে ডেঙ্গু নিয়ে ভর্তি হন চিত্তরঞ্জন পাল। ডেঙ্গুর পাশাপাশি তার অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মারা যায় তিনি। তবে সিভিল সার্জন ১৭ সেপ্টেম্বর সেই তথ্য জানায়।
ভোলা রাম দাশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৯ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফেইলর হয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) মারা যান তিনি।
দু’জনের মৃত্যুর মধ্যদিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৮ জন।
আইএমই/ডিজে