চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে ১৮ বছরের এক কিশোর। এনিয়ে ৬৬ জনের মৃত্যু ঘটেছে ডেঙ্গুতে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৩ জন।
মারা যাওয়া কিশোরের নাম রাকিব হোসেন। সে কুমিল্লার বাসিন্দা ছিলো। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর এক্সপেন্ডেট সিনড্রোম উল্লেখ করা হয়।
রোববার (১৭ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৪৩ জন, মারা গেছে ১ জন।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩১ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪০ জন, জেনারেল হাসপাতালে ২৮ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৬৩ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪৮৯ জন।
আইএমই/ডিজে