ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে

চট্টগ্রামে ডেঙ্গুতে রাবেয়া সুলতানা নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

রাবেয়া সুলতানার (৩৪) গ্রামের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অলিনগর বাড়বকুণ্ডে।

রাবেয়ার স্বামী দিদারুল আলম জানান, তার স্ত্রীর গত ২ সেপ্টেম্বর গায়ে জ্বর আসে। নাপা খাওয়া শুরু করলেও ৪-৫ দিনে জ্বর না কমলে সীতাকুণ্ডে এনে ডেঙ্গু পরীক্ষার পর নেগেটিভ আসে। এরই মধ্যে ৬ সেপ্টেম্বর বাড়ির সদর দরজায় পড়ে গিয়ে তার মাথা ও চোখে আঘাত লাগে। তারপর চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করালে ডাক্তার আবারও ডেঙ্গু পরীক্ষা করতে দেন। সেটির রিপোর্টে ডেঙ্গু পজিটিভ আসে। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত মারা যায় রাবেয়া।

এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫৬ জন, মারা গেছেন ১ জন।

এনিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৬ জন, মারা গেছেন ৬০ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm